কিশোরগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান

কিশোরগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে  হনুমান

ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে খাদ্যের সন্ধানে কয়েকদিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি হনুমান । স্থানীয় লোকজন সোমবার (১২ জুন) দুপুরে মেডিকেল মোড়ের সেতুসংলগ্ন কড়াইগাছে হনুমানটিকে দেখতে পায়।

জানা গেছে, উপজেলা ফড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দারা শনিবার হনুমানটিকে এলাকায় দেখতে পায়। পরদিন পানি উন্নয়ন বোর্ডের গাছে ও প্রাচীরে ঘুরে বেড়ায়। কোয়াটারের বাসিন্দারা শিশু সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটায়। পরে ওই সেতুসংলগ্ন কড়াইগাছের মগডালে হনুমানটি অবস্থান নেয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল আজিজ জানান, হয়তো খাদ্যের সন্ধানে ঘুরতে দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ প্রজাতির হনুমান খুবই হিংস্র হয়। তাই লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ফড়ুয়াপাড়া গ্রামের আইয়ুব আলী, কেশবা গ্রামের নাজমুল হোসেন ও দুরাকুটি গ্রামের রজিয়া বেগম জানান, এর আগে এলাকায় কখনো হনুমানের দেখা মেলেনি। তাই বিভিন্ন এলাকা থেকে উৎসুক লোকজন এসে ভিড় করছে। এতে সেতু মোড়ে ও প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।