পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন

পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন

ফাইল ছবি

পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারের ঘর পেরোলো। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার অদূর ভবিষ্যতে চীন থেকে ৩০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করারও আশা করছে।

এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, ৭২ ঘণ্টার মধ্যে এক বিলিয়ন ডলার চীনা বাণিজ্যিক ঋণ পাবেন তারা।

বেইজিংয়ের সঙ্গে পুরোনো ঋণ প্রসঙ্গে নতুন এক চুক্তিতে পৌঁছানোর পর এই অর্থ পেল ইসলামাবাদ। এর আগে নির্ধারিত তারিখের ১৮ দিন আগে ১০০ কোটি ডলার পরিশোধ করেছে পাকিস্তান।

দেশটির সংসদে অর্থায়ন সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে অর্থমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ঋণ ও পুনঃঅর্থায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

তিনি নিশ্চিত করেন, সপ্তাহের শুরুতে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকে (সিডিবি) ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে পাকিস্তান। তিনি উল্লেখ করেন, যদি খবরটি পত্রিকায় না আসত, তাহলে সরকার প্রিপেমেন্টের বিষয়টি গোপন রাখত।

দারের বক্তব্যের পরপর একটি কূটনীতিক সূত্র জানায়, শুক্রবারই ১০০ কোটি ডলার ঋণ ছেড়েছে চীন। 

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন