বাঁশখালীর বিখ্যাত বখশি হামিদ জামে মসজিদ

বাঁশখালীর বিখ্যাত বখশি হামিদ জামে মসজিদ

ফাইল ছবি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে রয়েছে বখশি হামিদ জামে মসজিদ। প্রায় ৪৫৪ বছর আগে ইট, পাথর ও সুরকি দিয়ে এটি নির্মিত হয়েছিল। ছবি তুলেছেন ওমর কায়সার

মসজিদের কাছেই শানবাঁধানো ঘাটের বিশাল দিঘি। পাথরের গাঁথুনিতে নির্মিত মূল প্রবেশ–তোরণে রয়েছে ফুলের কারুকাজ। দুপাশে আরও দুটি ছোট গম্বুজ। গম্বুজগুলোর চূড়া পদ্মফুলের মতো। বড় গম্বুজটির ভেতরে লতাপাতার অলংকরণ।

মূল প্রবেশপথে আরবিতে একটি শিলালিপি আছে। মসজিদটি সম্রাট সুলাইমান কররানির আমলে নির্মিত বলে শিলালিপিতে উল্লেখ আছে। স্থাপনার কাল ৯ রমজান ৯৭৫ হিজরি, ৯ মার্চ ১৫৬৮ খ্রিষ্টাব্দ।

কীভাবে যাবেন

বাঁশখালী উপজেলা থেকে সিএনজিতে করে ইলশা গ্রামে বখশি হামিদ জামে মসজিদে যাওয়া যায়।