প্রবল বৃষ্টিতে বন্যার কবলে আসাম

প্রবল বৃষ্টিতে বন্যার কবলে আসাম

প্রবল বৃষ্টিতে বন্যার কবলে আসাম

টানা বৃষ্টির জেরে প্লাবিত উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বহু অঞ্চল। পানিতে তলিয়ে গেছে কৃষিজমিসহ বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কোকরাঝার, চিরাং, বকসা, বরপেটা ও বঙ্গাইগাঁওসহ একাধিক এলাকাতেও অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আসামের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কাছার, দরং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, তিনসুকিয়া, নলবাড়িসহ একাধিক জেলা মিলিয়ে প্রায় ৩৩ হাজার ৫০০ মানুষ বন্যার কবলে পড়েছে। প্লাবিত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর জেলা। সেখানেই প্রায় ২৫ হাজারের ওপর মানুষ বন্যায় প্রভাবিত। ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায় যথাক্রমে প্রভাবিত তিন হাজার ৮০০ ও দুই হাজারা ৭০০ জন।

প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তিন জেলার ১৬টি শিবিরে দুর্গতেরা আশ্রয় নিয়েছে। বর্তমানে ১৪২টি গ্রাম ও এক হাজার ৫১০.৯৮ হেক্টর চাষের এলাকা পানিতে ডুবে আছে।

সূত্র : সংবাদ প্রতিদিন