সিরাজগঞ্জে যমুনার পানি দ্রুত বাড়ছে

সিরাজগঞ্জে যমুনার পানি দ্রুত বাড়ছে

ছবি : সংগৃহীত

গত কয়েকদিন ধরেই উজানে ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ছে। সোমবার দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৪২ সেন্টিমিটার পানি বেড়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৫ মিটার। ২৪ ঘণ্টায় ৫০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।

কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১৭ মিটার। ২৪ ঘণ্টায় ৪২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৬৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১৪.৮০ মিটার)।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, উজানে ভারী বৃষ্টির কারণে পাঁচদিন ধরেই বাড়ছে যমুনা নদীর পানি। আগামী ৭২ ঘণ্টায় মধ্যে পানি আরো বাড়তে থাকবে। এই কারণে পানি বিপদসীমার কাছাকাছি যেতে পারে বলে তিনি জানান।