টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করলেন খাজা

টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করলেন খাজা

অজি ক্রিকেটার উসমান খাজা

এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের শেষ দিনের রোমাঞ্চে দুই উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে বিশেষ কীর্তি গড়েছে অজি ক্রিকেটার উসমান খাজা। টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করেছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি আছে মাত্র ১২ জন ব্যাটসম্যানের।

দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে খাজা টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করলেন। এর আগে কিম হিউজ ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করেছিলেন।

এজবাস্টন টেস্টের প্রথম দিনই ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দিনের একেবারে শেষ দিকে কয়েক ওভার ব্যাটিংয়ের সুযোগ পান খাজা। দ্বিতীয় দিন সারা দিন ব্যাটিং করে অস্ট্রেলিয়া। খাজাও নিজের সেঞ্চুরি তুলে নেন। তৃতীয় দিন বেশিক্ষণ খেলা হয়নি বৃষ্টির কারণে। তবে খাজা ব্যাটিং করে নিজের ইনিংসটিকে ১৪১ রান পর্যন্ত নিয়ে যান। চতুর্থ দিনও শেষ দিকে ব্যাটিংয়ে নামেন খাজা। খেলেন পঞ্চম দিনও। পূরণ করেন ফিফটি।

টেস্টের শুরু থেকেই ম্যাচের পেন্ডুলাম ঘুরেছে দুই দিকে। একবার ইংল্যান্ড কেড়ে নেয়, আরেকবার অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। 

প্রথম ইনিংসে দাপুটে বাজবল ঘরানার খেলা দেখালেও দ্বিতীয় দফায় সেটি দেখাতে পারেনি বেন স্টোকসের দল। মাত্র ২৭৩ রানেই তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে। ফলে আগের ইনিংসে পাওয়া ৭ রান যোগ হয়ে ২৮১ রানের লক্ষ্য পায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। তবে এই লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে শেষ দিনের ৫.৩ ওভার বাকি থাকতে।