ঢাবির সঙ্গে খুবির দুই সমঝোতা স্বাক্ষরিত

ঢাবির সঙ্গে খুবির দুই সমঝোতা স্বাক্ষরিত

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের মধ্যে বুধবার (২১ জুন) পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অমিত রায় চৌধুরী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহসহ উভয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও গবেষক বিনিময় করা হবে।