যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে মানুষ

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে মানুষ

সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র থেকে জানা গেছে, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে যমুনার পানি বাড়ছে। নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়েছে অনেকেই। যাদের বাড়িঘর এখনও ভাঙনের কবলে পড়েনি তারা আতঙ্কে রয়েছে।

নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রুমান হাসান জানান, যমুনায় পানি বৃদ্ধি হওয়ার পর থেকে কাটমা গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে আমি জামালপুর পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রোমান জানান, নদী ভাঙনের বিষয়টি জেনেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।