নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ও অংশীজন সভা

নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ও অংশীজন সভা

সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার সকালে নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালীর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক। আরও বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেন সোহাগ, জেলা সিনিয়র প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ, সহকারী প্রকৌশলী মো. তারিকুল ইসলামসহ ১১ জেলার নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

এ সময় জুম মিটিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি বিভিন্ন জেলা প্রকৌশলী, ঠিকাদার ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন, বক্তব্য রাখেন এবং কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পরে শুদ্ধাচার কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হওয়ায় এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনকে নোয়াখালীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।