জামাল ভূঁইয়াদের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা

জামাল ভূঁইয়াদের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা

সংগৃহীত

২০০৯ সালের পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে বাংলাদেশ ৩-১ গোলে ভুটানকে হারিয়েছে।এমন জয়ের দিনে আনন্দিত সবাই। খুশি বাফুফেও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এমন খুশির দিনে জামাল ভূঁইয়াদের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।

শুধু তাই নয়, আগামী ১ জুলাই প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে ম্যাচ। ফাইনালে উঠতে পারলে বোনাস আরও বাড়বে। তখন আরও ৫০ লাখ টাকা দেওয়া হবে। জামালদের জন্য বোনাস প্রসঙ্গে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। সভাপতি মহোদয় দলের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন। দল যদি কুয়েতকে হারিয়ে ফাইনালে যেতে পারে, তাহলে আরও ৫০ লাখ টাকা দেওয়া হবে।’

বাংলাদেশ দল নিশ্চয়ই এই সুযোগটি মিস করতে চাইবে না। নিজেদের সেরাটা দিয়ে দেশবাসিকে আরও বড় আনন্দে ভাসাতে চাইবে।