দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত গোপালগঞ্জে

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত গোপালগঞ্জে

ফাইল ছবি

গোপালগঞ্জে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এমন আবহাওয়া আগামীকাল ঈদুল আজহার দিনসহ আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের প্রতিটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে। ঈদের দিন বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার। যা দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এছাড়াও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।