কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৭০ জন

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৭০ জন

ফাইল ছবি

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এছাড়া হাসপাতাল পুলিশ বলছে, কোরবানি দেওয়ার সময় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মাংস কাটার সময় দুইজন মেয়েও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৭০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। কোরবানি দিতে গিয়ে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ার পাশাপাশি গরুর লাথিতেও অনেকে আহত হয়েছেন। তবে, তাদের মধ্যে কেউ গুরুতর নয়। এছাড়া দিনভর বৃষ্টির কারণে অন্যান্য কোরবানি ঈদের তুলনায় এবার আহত হওয়ার সংখ্যা কম মনে হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবারের মতো কোরবানি উপলক্ষ্যে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। এই প্রস্তুতিটা আগামীকাল পর্যন্ত থাকবে।

এদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ জানান, কোরবানি দিতে গিয়ে ঢাকাসহ আশেপাশের এলাকার বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের মধ্যে গুরুতর কেউ ছিল না। এছাড়া কোরবানির পরে বটি দিয়ে গোস্ত কাটার সময় দুইজন মেয়ে আহত হন।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- বিল্লাল হোসেন (২৮), লিজা (২২), আকরাম (২০), আব্দুল্লাহ (১৩) ও প্রিয়া (১৫)।