বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেফতার দেড় শতাধিক

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেফতার দেড় শতাধিক

সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে ব্যর্থ হওয়া ১৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। এরপর থেকে শুরু হয়েছে ফ্রান্সজুড়ে আন্দোলন। বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ১৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৯ জুন বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

এদিকে, রাজধানী প্যারিসের শহরতলী নান্টেরেতে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হলে মঙ্গলবার রাতভর বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল রাতেও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয়। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তাৎক্ষণিক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পুলিশের গুলির বিষয়টি অবর্ণনীয় এবং অমার্জনীয়।