লিও মেসিদের নতুন জার্সিতে ‘ক্যাপ্টেন আমেরিকার ঢাল’

লিও মেসিদের নতুন জার্সিতে ‘ক্যাপ্টেন আমেরিকার ঢাল’

সংগৃহিত ছবি।

 

কয়েক আগেও ফুটবল প্রেমিরা ইন্টার মায়ামি নামের যুক্তরাষ্ট্রের ক্লাবটি খুব একটা চিনতো না। অবশ্য ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের ক্লাব হিসেবে একটু পরিচিত হলেও মেজর লিগ সকারের ক্লাবটির প্রতি ফুটবল সমর্থকদের আগ্রহও ছিল তলানিতে। অথচ লিওনেল মেসির এক ঘোষণায় বদলে যায় পুরো চিত্র। মুহূর্তে বেড়ে যায় ক্লাবটির পরিচিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বাড়তে থাকে ফলোয়ার। 

সবকিছুর পেছনে মেসির ওই একটি ঘোষণা, ইন্টার মায়ামিতে যাচ্ছেন তিনি। পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। চলতি মাসের প্রথম সপ্তাহের যেকোনো দিন আনুষ্ঠানিক চুক্তি ও ঘোষণার মাধ্যমে মার্কিন মুল্লুকের ক্লাটরি হয়ে যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

ধারণা করা হচ্ছে, এই সপ্তাহে চুক্তি সম্পন্ন করার পর আগামী ১৬ জুলাই মেসিকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে মায়ামি। এরপর ২১ জুলাই ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামতে পারেন লিওনেল মেসি।