সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম সচল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।

সোনামসজিদ সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, আজ সোমবার থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে সব ধরণের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে। 

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশনের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা ছিল এবং দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করছে।