সাফের ফাইনালে না থাকাকে দুর্ভাগ্য বলছেন জামাল

সাফের ফাইনালে না থাকাকে দুর্ভাগ্য বলছেন জামাল

সংগৃহীত

২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপে এবার সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে লড়াই করেও অতিরিক্ত সময়ের গোলে স্বপ্ন ভঙ্গ হয় ফাইনালের। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে খেলবে স্বাগতিক ভারত ও কুয়েত। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, ফাইনালে বাংলাদেশও থাকতে পারতো। না থাকাটা দুর্ভাগ্য বলছেন জামাল।

সোমবার দুপুরে দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নেমে সাফ নিয়ে জামাল বলেন, ‘আমি তো মনে করি আমরা ফাইনালে খেলার মতো দল ছিলাম। ভারতের বিপক্ষে বাংলাদেশ ফাইনালে খেললে অবাক হওয়ার কিছু ছিল না। আমরাও খেলতে পারতাম। আমাদের আসলে দুর্ভাগ্য। আমরা ভালো খেলেও ফাইনালে যেতে পারলাম না।’

৭ জুলাই থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাকি মৌসুমের জন্য মাঠে নামবেন খেলোয়াড়রা।