এসসিওর পূর্ণ সদস্যপদ পেল ইরান-বেলারুশ

এসসিওর পূর্ণ সদস্যপদ পেল ইরান-বেলারুশ

ফাইল ছবি

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যপদ পেল ইরান। মঙ্গলবার ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেন। পাশাপাশি এসসিওর সদস্য হল বেলারুশও। 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'এসসিও পরিবারের নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশের জনসাধারণকে আমার আন্তরিক শুভেচ্ছা।' খবর এএনআই এর

১৫ বছর আগে এসসিওর সদস্যপদের জন্য আবেদন করেছিল ইরান। ২০২১ সালে চীনে অবস্থিত এই সংস্থা ইরানের আবেদন বিবেচনা করতে সম্মত হয়। তারপরের বছর থেকে ইরানকে এসসিওর অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়। 

অন্যদিকে এতদিন পর্যন্ত পর্যবেক্ষক দেশ হিসেবে এসসিও'র সঙ্গে যুক্ত ছিল বেলারুশ। অবশেষে চলতি বছরে এই দেশও এসসিওর সদস্য হল। 

এবারের এসসিও সম্মেলনের আয়োজন করেছে ভারত। প্রথমবার সভাপতিত্ব করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই বৈঠকে নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

ইরান, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ, মঙ্গোলিয়ার শীর্ষ-নেতারাও উপস্থিত ছিলেন বৈঠকে।