ইমরানের বিরুদ্ধে আরও ৬ মামলা

ইমরানের বিরুদ্ধে আরও ৬ মামলা

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও ৬টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায়। গত ৯ মে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেলের সদর দপ্তরে হামলার কারণে এসব মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ নিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বিরুদ্ধে মামলা ছাড়াল দেড়শ। ৯ মে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেলের সদর দপ্তরে হামলা করেছিলেন ইমরান খানের সমর্থকেরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, এসব মামলা নিয়ে একসঙ্গে কাজ করছে বেশ কয়েকটি তদন্তকারী দল। ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে ৯ মে। বাকি তিনটি হয়েছে পরদিন, ১০ মে।

গত বছরের এপ্রিলে পদচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা হলো ১৫০টির বেশি। এরপরও তিনি দেশ ছাড়বেন না বলে সম্প্রতি এক বার্তায় মন্তব্য করেছেন।