সামিনা নাজ, মিশরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

সামিনা নাজ, মিশরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

সামিনা নাজ, মিশরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত। (ফাইল ছবি)

সামিনা নাজকে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। সামিনা মিশরে বর্তমান রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলা‌ভি‌ষিক্ত হবেন।

বৃহস্প‌তিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিশরে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে যোগ দিবেন। সামিনা নাজ বর্তমানে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দা‌য়ি‌ত্ব পালন করছেন। এর আগে মুম্বাইতে বাংলাদেশের উপ হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন পেশাদার এ কূটনী‌তিক।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পেশাদার কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি ভিয়েতনাম‌ ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, দিল্লি ও নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দুই কন্যার জননী সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।