শিক্ষার্থীদের পাশে কুবির আইসিটি বিভাগ

শিক্ষার্থীদের পাশে কুবির আইসিটি বিভাগ

ফাইল ছবি

কুবি প্রতিনিধি

বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর প্রাদুর্ভাবে সব কিছুই বাধাগ্রস্ত এবং বিশ্ববাসী অবরুদ্ধ। যার প্রভাবে থেমে গেছে নিম্ন আয়ের মানুষের জীবন। এমন পরিস্থিতিতে নিজেদের বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ। আপদকালীন যেন সবাই ভালোভাবে কাটিয়ে উঠতে পারে সে লক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ফান্ড গঠন করা হয়। এতে যাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল তারা অন্যদের পাশে দাঁড়াবে। আর্থিক অস্বচ্ছল পরিবারের কেউ  করলে তার পরিচয় গোপন রেখে সহযোগিতা করা হবে।

আইসিটি বিভাগের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র পড়াশোনার পাশাপাশি টিউশন করে পারিবারিক খরচ বহন করে থাকে। এই লকডাউনে বিপর্যস্ত অবস্থার কথা চিন্তা-ভাবনা করে আমরা পদক্ষেপ নিয়েছি সহযোগিতা করার। যে যার অবস্থান থেকে আমাদেরকে যতটুকু পারেন হেল্প করুন। লকডাউনে বিকাশ ও ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর সুযোগ রয়েছে। এই দুর্যোগের সময় আমাদের বিন্দু বিন্দু সহযোগিতা বড় একটি উপকার হবে।  প্রতিদিন কতই না টাকাপয়সা আমরা অকারণে খরচ করি আসুন না তাদের প্রতি আমরা একটু মানবিক হই।

বিকাশ নাম্বারঃ ০১৭১৭৬৭১৭৪৪(ব্যক্তিগত)

ডাচ বাংলা অ্যাকাউন্ট নাম্বার: 194.101.84483

একাউন্টের নাম: Md Tofael Ahmed

DBBL, jhowtola, comilla.