গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৭ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনা স্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর দুইজনসহ তিনজন মারা যান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, নিহতদের এখন পর্যন্ত নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি এই মুহুর্তে জব্দ করা হয়েছে।