৩ দফা দাবি আদায়ে জ্বালানি তেল পরিবহণ বন্ধের হুমকি

৩ দফা দাবি আদায়ে জ্বালানি তেল পরিবহণ বন্ধের হুমকি

সংগৃহীত

তিন দফা দাবি আদায়ের জন্য জ্বালানি তেল পরিবহণ বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার খুলনার খালিশপুরে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

তিন দফা দাবির মধ্যে— জ্বালানি তেল পরিবহণকারী ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ করা এবং জ্বালালি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্টের প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশের দাবি করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাউল ইসলাম, বাংলাদেশ জ্বালালি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস প্রমুখ।