অ্যাশেজ জয়ে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক

অ্যাশেজ জয়ে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

হেডিংলিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশেষে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। তারা ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। টানা দুই ম্যাচ হারের পর টেস্টে জয়। তবে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। যদিও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বিশ্বাস করেন, এখান থেকেও অ্যাশেজ জিততে পারে তারা।

ম্যাচ শেষে স্টোকসকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ড এই পরিস্থিতি থেকেও অ্যাশেজ জিততে পারবে কি? স্টোকসের সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসী উত্তর, একদমই পারে। কোনো সন্দেহ নেই।

ম্যাচে ৭ উইকেট পাওয়া মার্ক উডের প্রশংসা করে স্টোকস বলেন, ঘণ্টায় দেড় শ কিলোমিটার বেগে বল করে এমন একজনের দলে থাকা কতটা সুবিধার সেটা বুঝতে পেরেছি। ব্যাট করার সময় উড অনেক খোলামনে খেলে। কোনো ব্যাখ্যা করা যায় না ওর ব্যাটিং দেখলে।

আমার মতে, প্রথম ইনিংসে ওর ৮ বলে ২৪ রান ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। ওর ব্যাট করার ধরন সবসময় কাজে আসে না ঠিকই। কিন্তু সাফল্য পাওয়ার সুযোগ সব সময় বেড়ে যায়। স্টোকস আরও বলেন, আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ খেললাম। টসে জিতে ব্যাট করতেই পারতাম।

কারণ উইকেট দেখে ভালই মনে হয়েছিল। পরে মিচেল মার্শের খেলা দেখে অনেকেই আমায় সেটা বলেছেন। কিন্তু উড এবং উকসির (ক্রিস ওকস) জন্যে আমরা বল হাতেও ভালো পারফরম্যান্স করেছি।