আইইডিসিআর’র ৪ কর্মী করোনায় আক্রান্ত

আইইডিসিআর’র ৪ কর্মী করোনায় আক্রান্ত

ছবিঃ সংগ্রহীত

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর জানান, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরপর অন্য কর্মীদের শরীর থেকেও নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে আর কারো করোনা শনাক্ত হয়নি।

তিনি আরো বলেন, এই ঘটনার পর আমরা সবাই (আইইডিসিআর’র সকল কর্মী) সেলফ কোয়ারেন্টাইনে আছি। অন্য ভবন থেকে কাজ চালিয়ে নিচ্ছি। আক্রান্ত চারজনকে মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।