পাবনায় প্রথম করোনা রোগী সনাক্ত, পুরো গ্রাম লকডাউন

পাবনায় প্রথম করোনা রোগী সনাক্ত, পুরো গ্রাম লকডাউন

প্রতিকী ছবি

পাবনাপ্রতিনিধি: পাবনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। চাটমোহর উপজেলার বামন গ্রামে এই করোনা রোগী সনাক্ত হয়। জহুরুল ইসলাম নামে ঐ ব্যক্তি কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে নিজবাড়ি চাটমোহরে আসেন।পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামন গ্রামে আক্রান্ত যুবক জহুরুল ইসলাম ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাটমোহরে করোনার লক্ষণ নিয়ে আসলে তার নমুনা সংগ্রহক রে ১৪ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে  পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সন্ধ্যায় প্রাপ্তরিপোর্টে  তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়।ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশের টিমগিয়ে গ্রাম লকডাউন ঘোষণা করেছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, করোনা পজিটিভ রিপোর্ট প্রাপ্তির পর বামন গ্রাম লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের টিম আক্রান্ত যুবকের বাড়িতে রওনা হয়েছে।