ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, জায়গা হয়নি জাহানারার

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, জায়গা হয়নি জাহানারার

সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে বাঘিনীরা। বৃহস্পতিবার ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। একই দিনে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ভারতকে তিনবার হারাতে পারলেও এখনো ওয়ানডেতে জয়টা অধরা। এবার সে আক্ষেপ মেটানোর দারুণ সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

ঘরের মাঠ মিরপুরেই আগামী ১৬, ১৯ ও ২২ জুলাই ভারত নারী দলকে ৫০ ওভারের ক্রিকেটে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত দলে জায়গা হয়নি পেসার জাহানারা আলমের। জায়গা ফিরে পাননি অলরাউন্ডার রুমানা আহমেদও। তবে আছেন সোবহানা মুস্তারি ও স্বর্ণা আহমেদ।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা।