ওয়ানডে বিশ্বকাপে ‘বড় নম্বর’ চান সাকিব

ওয়ানডে বিশ্বকাপে ‘বড় নম্বর’ চান সাকিব

টাইগার ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরের এই মঞ্চ রাঙানোর স্বপ্ন প্রতিটা খেলোয়াড়েরই থাকে। এখানে যারা পারফর্ম করতে পারেন, তারা সবচেয়ে বড় সুপারস্টার উপাধি পান। সে হিসেবে বিশ্বকাপের বড় তারকাদের দলে রয়েছেন টাইগার ‘পোস্টার বয়’ সাকিব আল হাসানও।

ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সাকিব। ব্যাটে বলে অতিমানবীয় পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরার দৌড়েও ছিলেন তিনি। আসরে ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট শিকার করেন তিনি। এবার প্রতিবেশী দেশ ভারতের মাটিতেও আগের বিশ্বকাপের মতোই রূপকথার পারফর্ম উপহার দিতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স এখনও ঘুরেফিরে আসে। দরজায় কড়া নাড়ছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। এবারের মঞ্চ ভারত, যেখানে রয়েছে সাকিবের অবাধ বিচরণ। আইপিএল খেলায় ভারতের সব মাঠই সাকিবের কাছে অতিপরিচিত। তবে এবারের বিশ্বকাপে সাকিবের চাওয়া-পাওয়া আরও বড়। ইংল্যান্ড বিশ্বকাপের মতোই রূপকথার পারফর্ম উপহার দিতে চান দর্শকদের।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সিলেটে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারত বিশ্বকাপের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও সাকিব জানিয়েছেন বড় নম্বর প্রয়োজন তার। সাকিব বলছিলেন, ‘ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।’

টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘লক্ষ্য আসলে জানি না…বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপের পরিকল্পনা করতে পারব।’

আন্তর্জাতিক ক্রিকেট নিজের ১৪ হাজার রান এবং ৬০০ উইকেট নিয়ে এই অলরাউন্ডার আরও বলেন, ‘যে কোনো মাইলফলকই অবশ্যই প্রেরণা জোগায়। এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আল্টিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব। তবে আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।’