শিশুকে ধর্ষণের অভিযােগে যুবক গ্রেফতার

শিশুকে ধর্ষণের অভিযােগে যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

এক শিশুকে মটু-পাতলু কার্টুন দেখানোর কথা বলে ধর্ষণ করেছিলেন আসাদুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।
শুক্রবার র‌্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৮ সালের ৪ মে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে মুঠোফোনে মটু-পাতলু দেখানোর কথা বলে ধর্ষণ করেন আসাদুল। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা আসাদুলের ঘরে আসেন। এ সময় আসাদুল পালিয়ে যান।

পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আসাদুলের বিরুদ্ধে দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা আদালতে গেলে সাক্ষীদের সাক্ষ্য ও তথ্য প্রমাণসহ বিচারিক কার্যক্রম শেষ হয়। এতে আসাদুলের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।