সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী মোদিকে কটূক্তি করে

সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী মোদিকে কটূক্তি করে

ফাইল ছবি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির জেরে মানহানির মামলায় গুজরাট হাইকোর্ট থেকে পরিত্রাণ না পেয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আদালতে তিনি একটি পিটিশন দাখিল করেছেন।

গুজরাট হাইকোর্ট ফৌজদারি মানহানির মামলায় তাঁর দোষী সাব্যস্ততা স্থগিত করেননি। ফলে এই বছরের শুরুতে লোকসভার সংসদ সদস্য হিসেবে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।

২০১৯ সালে কর্ণাটকে এক নির্বাচনী জনসভায় বক্তব্যে ‘কীভাবে সব চোরের সাধারণ উপাধি মোদি হয়’ এমন মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল। এর পর এই নিয়ে ক্ষুব্ধ হন বিজেপি নেতাকর্মীরা। পরে বিজেপির এক নেতা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন। 

রাহুল মনে করেন, স্থগিত করা লোকসভা সংসদ সদস্য হিসেবে তাঁর পুনর্বহালের পথ তৈরি হবে। তাই তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন। 

এর আগে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেন। ওই সময় আদালতের মন্তব্য ছিল, রাজনীতিতে বিশুদ্ধতা থাকা এখন সময়ের প্রয়োজন। আদালত আরও বলেন, রাহুল গান্ধী একেবারে অস্তিত্বহীন কারণে দোষী সাব্যস্ত হওয়ার ওপর স্থগিতাদেশ চেয়েছেন। 

সব মিলিয়ে রাহুলের বিরুদ্ধে এখন ১০টি মামলা বিচারাধীন।