একাধিক অ্যাড-অন বন্ধ করবে মজিলা

একাধিক অ্যাড-অন বন্ধ করবে মজিলা

নেট থেকে সংগৃহীত।

ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্য নতুন ফিচার ঘোষণা করেছে মজিলা। এর ফলে বেশকিছু ওয়েবসাইটের জন্য এক্সটেনশন বা অ্যাড-অন বন্ধ করে দেবে কোম্পানিটি।

ফায়ারফক্সের হালনাগাদ ভার্সনের রিলিজ নোটে মজিলা জানায়, নতুন ডোমেইন টুল নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের জন্য এক্সটেনশন ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এর মধ্যে নিরাপত্তার বিষয়ও রয়েছে। আরেকটি ব্লগপোস্টে কেন বিভিন্ন ওয়েবসাইটে কয়েকটি অ্যাড-অনস কাজ করবে না সে বিষয়ে জানানো হয়েছে।

কোম্পানি জানায়, অ্যাড-অন ব্যবহারের উন্মুক্ত ইকোসিস্টেম ডেভেলপারদের পাশাপাশি সাইবার আক্রমণকারীদের জন্যও উপকারী। বিবৃতিতে বলা হয়, রিভিউ ও ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সবসময় ক্ষতিকর অ্যাড-অনস খুঁজে পাওয়া যায় না।

মজিলা জানায়, যেসব ডোমেইন নজরদারির আওতায় থাকবে সেগুলো সাইবার অপরাধীদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখবে। কেননা এখনো অনেক ক্ষতিকর এক্সটেনশনের বিষয়ে কোম্পানি অবগত নয়। মজিলা আরো জানায়, সময়ের সঙ্গে এ ফিচারে আরো পরিবর্তন আনা হবে। কোম্পানির আশা, ফায়ারফক্স ১১৬ ভার্সনে ব্যবহারকারীরাই প্রতিটি অ্যাড-অনসের কার্যক্রম ও আচরণবিধি নিয়ন্ত্রণ করতে পারবে।