উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৫ পুণ্যার্থী

উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৫ পুণ্যার্থী

প্রতীকী ছবি

ভারতে কানওয়ার যাত্রায় গিয়ে মৃত্যু হলো পাঁচ পুণ্যার্থীর। উত্তরপ্রদেশের মেরুটে মিছিল করে যাওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। ঘটনাস্থলেই একজন পুণ্যার্থীর মৃত্যু হয়। পরে আরো চারজনের মৃত্যুর খবর মেলে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আরো ৪২ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই চিকিৎসকদের অনুমান।

জানা গেছে, শনিবার রাত ৮টা নাগাদ হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে ফিরছিলেন একদল পুণ্যার্থী। কানওয়ার যাত্রা সেরেই গ্রামে ঢোকার পথে বিপত্তি। বিপজ্জনকভাবে ঝুলতে থাকা বিদ্যুতের একটি খোলা তারে আটকে যায় তাদের গাড়ি। সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন এক ব্যক্তি। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। একসাথে প্রায় ৪০ জন পুণ্যার্থী আহত হন।

কোনোমতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুণ্যার্থীদের উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মণীশ নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়। আরো চারজন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরো ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেন তারা। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতেই এমন বড় দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি গ্রামবাসীদের। দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ অনড় থাকেন তারা।

উল্লেখ্য, ভারতের বৃহত্তম ধর্মীয় যাত্রার মধ্যে অন্যতম এই কানওয়ার যাত্রা।
সূত্র : সংবাদ প্রতিদিন