নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়ার গোল্লাবাড়ির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা আক্তার উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের গোল্লাবাড়ি এলাকার আবদুস সালামের স্ত্রী। এই দম্পতির তিন কন্যা সন্তান আছে।

গৃহবধূর স্বামী আবদুস সালাম বলেন, সকাল ছয়টার দিকে তিন মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে গৃহস্থালি কাজ করছিলেন খাদিজা আক্তার। একপর্যায়ে তিনি বাড়ির পাশে কৃষিজমির সেচকাজে ব্যবহৃত মোটর পাম্পটির সামনে যাওয়ার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইরি ধানের মৌসুমে সেচকাজে ব্যবহার করা হতো মোটর পাম্পটি। অন্য সময় এর সঙ্গে বিদ্যুতের লাইন থাকত না। সকালে কী থেকে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, গৃহস্থালী কাজ করার সময় বিদুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করে। এ ঘটনায় তারা থানায় কোন অভিযোগ দেয়নি।