সাত পৌরসভাসহ ৭৮টি স্থানীয় সরকার নির্বাচনের ভোট চলছে

সাত পৌরসভাসহ ৭৮টি স্থানীয় সরকার নির্বাচনের ভোট চলছে

ফাইল ছবি

দেশের ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হচ্ছে ৩৯টিতে। ৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে সাতটি পৌরসভাও রয়েছে। এসব পৌরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সোমবার (১৭ জুলাই) সকাল আটটা থেকে স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।

যেসব পৌরসভায় ভোট নেওয়া হচ্ছে সেগুলো হলো- পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবিদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট এবং সিরাজগঞ্জের তাড়াশ।

পৌরসভাগুলোর মধ্যে ভান্ডারিয়ায় ২২ হাজার ৪১৫ জন, ছেংগারচরে ৩৩ হাজার ৩৩৬ জন, দেবিদ্বারে ৪৪ হাজার ৫০৯ জন, বেনাপোলে ৩০ হাজার ৩৮৫ জন, দোহাজারীতে ৩৩ হাজার ৫৮৬ জন, গোসাইরহাটে ১৮ হাজার ৩২জন এবং তাড়াশে ১৯ হাজার ২৮৭ জন ভোটার রয়েছেন।

এসব পৌরসভায় মেয়র পদে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে সাতটি পৌরসভায় ২১টি সংরক্ষিত আসনের জন্য ১০২ জন মহিলা প্রতিদ্বন্দ্বী এবং ৬৩টি সাধারণ কাউন্সিলর পদে ৩৬৪ জন প্রতিদ্বন্দ্বী।

এছাড়া আজ কয়েকটি স্থানীয় সংস্থা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপ-নির্বাচন হচ্ছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

এছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপ-নির্বাচন হচ্ছে।