ঢাকা আসছেন কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান জাবির

ঢাকা আসছেন কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান জাবির

ফাইল ছবি

বৃহস্পতিবার কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির। কূটনৈতিক সূত্র জানায়, আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের ২৮তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৮ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত।

সম্মেলনে বাংলাদেশের সমর্থন চাইবে আমিরাত। সেজন্য হয়তো ঢাকা সফর করছেন কপ-২৮ প্রেসিডেন্ট। কারণ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

ঢাকার এক কূটনীতিক জানান, হঠাৎ করে কপ-২৮ প্রেসিডেন্টের ঢাকা সফরের বার্তা এসেছে। তিনি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা সফর করবেন। হতে পারে বিকেলে এসে সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাবেন।

এ সফর দ্বিপক্ষীয় না। বাংলাদেশ সব সময় কপ সম্মেলনে যোগ দেয়। সুলতান জাবির যেহেতু কপ-২৮ প্রেসিডেন্ট, অবশ্যই জলবায়ু সম্মেলন নিয়ে কথা হবে। এর বাইরে দ্বিপক্ষীয় কোনো বিষয় আলোচনায় থাকছে কিনা, সেটা বলতে পারছি না।