রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সংগৃহীত

বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৯ জুলাই) দুপুরে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এর আগে একই দিন দুপুর ১২টায় আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়।

সাধারণ যাত্রীরা জানান, বুধবার সকালে বিএনপির পথযাত্রা শুরুর আগে থেকেই দলের নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নেয়। এ সময় আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। এখনও গাড়িতে বসে আছি।

বাসচালকরা জানান, বুধবার দুপুর ১২টা থেকেই আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে একই স্থানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি।

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কর্তব্যরত পুলিশ পরিদর্শক কাজী মিজান জানান, বুধবার দুপুর ১২টা থেকে মহাসড়ক দিয়ে বিএনপির পদযাত্রার কারণে যানজট তৈরি হয়েছে। পদযাত্রাটি কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে বাড্ডা সড়কে প্রবেশ করলে যানজট আর থাকবে না।