সুনামগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

সুনামগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরবাজারে সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে বাজারের তিন রাস্তায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারের দোকানপাট বন্ধ রাখবেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান শওকত আলী, আইনজীবী শহীদুল ইসলাম, ব্যবসায়ী মোস্তাক আহমদ, ইউপি সদস্য সালেক মিয়া, আব্দুল মতিন ও ফরহাদ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় এলাকাবাসীর বিরুদ্ধে ড্রেজার মালিকদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। পরে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন টুকেরবাজার এলাকাবাসী।