পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৩৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৩৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

পিরোজপুরে বিএনপি'র পদযাত্রা কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানায় ৩৮০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিএনপি জেলা স্টেডিয়ামের সামনে পদযাত্রার জন্য জড়ো হয়। সেখান থেকে হুলারহাট অভিমুখে যাত্রা করে ফায়ার সার্ভিস অফিসের সামনে গেলে পুলিশের বাঁধার মুখে পরে বিএনপির নেতাকর্মীরা। তখন তারা রাস্তায় বসে সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বিএনপি কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় সময় টিভির ক্যামেরা পার্সন ও ৭ পুলিশ 
সদস্যসহ ৮ জন আহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১৫ জনকে আটক করেছে।