ফ্রান্সে দাঙ্গা : ৭০০ জনের কারাদণ্ড

ফ্রান্সে দাঙ্গা : ৭০০ জনের কারাদণ্ড

ফাইল ছবি

ফ্রান্সে গত মাসে হওয়া দাঙ্গার সঙ্গে জড়িত কমপক্ষে ৭০০ মানুষকে জেল দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটদের প্রশংসা জানিয়ে বুধবার এ কথা জানান দেশটির আইনমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেত্তি। 

ওই ঘটনায় মোট ১২৭৮ জনের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। ভাঙচুর থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে কমপক্ষে শতকরা ৯৫ ভাগ অভিযুক্তের বিরুদ্ধে। এরই মধ্যে জেলে পাঠানো হয়েছে ৬০০ মানুষকে।

আরটিএল রেডিওকে আইনমন্ত্রী বলেন, নিয়মের মধ্যে থেকে ওই ঘটনায় ব্যবস্থা নেয়া ছিল চরমমাত্রায় গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ে শৃংখলা পুনঃস্থাপন জরুরি হয়ে পড়েছিল। ২০০৫ সালের পর সবচেয়ে ভয়াবহ দাঙ্গা শুরু হয় দেশটিতে ২৭শে জুন থেকে। ওইদিন উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী একটি বালককে গুলি করে হত্যা করে একজন পুলিশ অফিসার। সে দৃশ্য ধারণ করেন একজন পথচারী।

তা প্রকাশ হওয়ার পর প্রতিবাদে দাঙ্গা ছড়িয়ে পড়ে। চার রাত ধরে ভয়াবহ সংঘর্ষের পর তা নিয়ন্ত্রণে আসে। মোতায়েন করা হয় প্রায় ৪৫ হাজার নিরাপত্তা রক্ষী। এর মধ্যে ছিলেন এলিট পুলিশের স্পেশাল বাহিনী এবং সাজোয়া যান।

সূত্র : এএফপি