আন্তর্জাতিক স্কুল দাবায় স্বর্ণপদক জিতলেন খুশবু

আন্তর্জাতিক স্কুল দাবায় স্বর্ণপদক জিতলেন খুশবু

ওয়ারসিয়া খুশবু

উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু।

বুধবার (১৯ জুলাই) ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় সাত পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারার সঙ্গে টাই করে টাইব্রেকার পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান।

এ ইভেন্টে ভারত, কাজাখস্তান, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্থান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুর স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জ পদক পান।

এদিকে কিরগিজিস্তানের ইসিককুলের করুমডু শহরে অনুষ্ঠানরত ইসিককুল ওপেন দাবার ক্যাটাগরি ‘এ’ তে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেছেন। বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় মনন রেজা উজবেকিস্তানের মালিকোভা মারজোনাকে পরাজিত করেন।