২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে : মমতা

২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ভারতর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন,  ‘২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবেন সাধারণ মানুষ। মণিপুরের নারীদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকারের লজ্জা করা উচিত।’’  

শুক্রবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নেওয়া লোক। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় ২৬ জন মারা গেলেন। ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন। নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কতজন দুর্ঘটনায় মারা গেলেন। আমি কিন্তু কিছু বলিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি।’ 

মমতা আরও বলেন, ‘চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু চারদিকে দাঙ্গার নামে ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘ইন্ডিয়া লড়বে। পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারলে ভারত জিতবে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা