সড়ক বিভাজনে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

সড়ক বিভাজনে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

ছবিঃ সংগৃহীত।

ঢাকার সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

সোমবার (২৪ জুলাই) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। এর আগে রবিবার মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের বিপরীতের এ দূর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ এনামুল শাহ (৩৫) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে। তার বন্ধু আল মামুন (২৭) বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে রাতেই তাদের উদ্ধার করে এম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মামুন।

আহত এনামুলের অবস্থা বেশী খারাপ হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মারা যায়।