রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। সম্প্রতি মস্কোয় ড্রোন হামলার বিষয়ে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন তিনি।

যদিও সোমবার মন্তব্য করার সময় ক্যারিন জ্যঁ পিয়েরে বলেন, এমন পরিস্থিতির জন্য দায়ী মস্কো নিজেই। খবর রয়টার্সের

ক্যারিন জ্যঁ পিয়েরে বলেন, মস্কোয় কিয়েভের ড্রোন হামলা ইস্যুতে আমরা অবস্থান স্পষ্ট করেছি যে, যুক্তরাষ্ট্র এটা সমর্থন করে না। আবার এটাও সত্যি যে ক্রাইমিয়া ইউক্রেনের অংশ। তাই যুদ্ধ প্রসঙ্গে বলা যায়, রাশিয়াই এটা শুরু করেছে। তারাই পারে যেকোনো সময় শেষ করতে। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করে নিলেই শেষ হবে সংকট।

সোমবারের শুরুতে ইউক্রেনের দুটি ড্রোন মস্কোর ভবনে আঘাত হানে। এরপরই এসব হামলাকে সমর্থন না করার কথা জানালো যুক্তরাষ্ট্র। 

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মস্কোয় ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি। 

এদিকে, কিয়েভ সোমবার বলেছে যে একটি রাশিয়ান ড্রোন হামলা দানিউব নদীর উপর ইউক্রেনের শস্য গুদাম ধ্বংস করেছে এবং সাতজন আহত হয়েছে।

ক্রেমলিন বলেছে যে, তারা ইউক্রেনে তাদের 'বিশেষ সামরিক অভিযান' চালিয়ে যাবে।

সূত্র: রয়টার্স