দানকরের টাকা পরিশোধ করলেন ড. ইউনূস

দানকরের টাকা পরিশোধ করলেন ড. ইউনূস

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

আপিল বিভাগের নির্দেশে দান করা অর্থের ওপর ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা কর পরিশোধ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ জুলাই) ড. ইউনূসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমীন সরকার সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখার পে-অর্ডারের মাধ্যমে এ টাকা পরিশোধ করেন।

এর আগে, গত ২৩ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ ড. ইউনূসকে দানকরের টাকা দিতেই হবে বলে রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১-২০১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূস তিনটি ট্রাস্টকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দান করেন। অনুদানকৃত অর্থের ওপর ১৫ কোটি ৪০ লাখ টাকার কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। পরে, এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস।

এরপর ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন। গত ৩১ মে ড. ইউনূসকে ১২ কোটি টাকা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে গত ২১ জুন লিভ টু আপিল করা হয়। ২৩ জুলাই আপিল বিভাগে দানকরের টাকা দিতেই হবে বলে রায় দেন।

উল্লেখ্য, এনবিআরের দাবি করা ১৫ কোটির বেশি টাকার মধ্যে আগেই তিন কোটি টাকা পরিশোধ করেছেন ড. ইউনূস।