ডলারের পতন, ইউরো-স্টার্লিংয়ের উত্থান

ডলারের পতন, ইউরো-স্টার্লিংয়ের উত্থান

ফাইল ছবি

বুধবার (২৬ জুলাই) ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রধান ৬ আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪৫ শতাংশ। বর্তমানে তা ১ দশমিক ১০৯৩ পয়েন্টে অবস্থান করছে। 

এ প্রেক্ষাপটে ইউরোর মান বেড়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ১০৯৩ ডলারে।

জাপানি মুদ্রা শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের মূল্যমান স্থির হয়েছে ১৪০ দশমিক ২১ ইয়েনে।

স্টার্লিংয়ের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৯৪৫ ডলারে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এবং ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। এতে ইউরো ও স্টার্লিংয়ের মূল্য বেড়ে যাবে। ফলে আরও চাপে পড়বে ডলার।