বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের ভিড়, ফাঁকা করার নির্দেশ পুলিশের

বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের ভিড়, ফাঁকা করার নির্দেশ পুলিশের

সংগৃহীত

ঢাকার মহাসমাবেশ একদিন পিছিয়ে আগামীকাল শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি, যা আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল।

মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে অসংখ্য নেতাকর্মী ঢাকায় এসেছেন। সমাবেশ একদিন পিছিয়ে যাওয়ায় অনেক নেতাকর্মীরা তাদের তীর্থস্থান হিসেবে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। কেউ ছবি তুলেছেন। কেউ এই গ্রেফতার ও আতঙ্ক ময় সময়ে কী অবস্থা তা নিজের চোখে দেখতে এসেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এমন পরিস্থতি দেখা দেখা গেছে।

এতে ভিড় লক্ষ করা গেলে পুলিশের এক কর্মকর্তা অফিসের সামনে জটলা দুর করে ফাঁকা করার নির্দেশ দেন। এতে অল্প সময়ের মধ্যে এলাকা ফাঁকা হয়ে যায় ।

দেখা গেছে, বিএনপি নেতাকর্মীরা এলে তাদের পুলিশের পক্ষ থেকে সরে যেতে বলা হচ্ছে। এমনি কাউকে এখানে দাঁড়াতে দেয়া হচ্ছে না।

সময় যতো পেরিয়ে যাচ্ছে ততই পুলিশের সদস্যদের উপস্থিতি বাড়ছে। সাজোয়া যান, রায়টকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় গেটের সামনে চলে এসেছে।

এ দিকে নয়া পল্টন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অযথা ঘোরাঘুরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেইসঙ্গে আগামীকাল শুক্রবার দুপুরে মহাসমাবেশ সফল করতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।