বিশ্বকাপে রিয়াদকে চান পাইলট

বিশ্বকাপে রিয়াদকে চান পাইলট

মাহমুদুল্লাহ রিয়াদ

তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের এই পাঁচজনকে পঞ্চপান্ডব বলেন অনেকেই। এদের মধ্যে মাশরাফি ওয়ানডে ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত না নিলেও, স্বাভাবিক ভাবে বাংলাদেশের জার্সিতে তার ফেরার সম্ভাবনা খুব কম। বাকিরা এখন পর্যন্ত দেশের হয়ে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। খেলছেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চেও।

তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দলে টিকে থাকার লড়াই থেকে এক প্রকার আড়ালে চলে গেছেন রিয়াদ। বিশ্রামের কথা বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কয়টা সিরিজে না থাকায় বিশ্বকাপ ও এশিয়া কাপ তাঁর দলে জায়গা পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে এশিয়া কাপের আগে কন্ডিশনিং ক্যাম্পে রয়েছেন বাংলাদেশি এই সাইলেন্ট কিলার। রিয়াদকে নিয়ে মুখ বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্টে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘মাহমুদউল্লাহর বিশ্বকাপ অভিজ্ঞতাগুলো যদি দেখেন …বড় জায়গায় এমন বড় ক্রিকেটার গুরুত্বপূর্ণ। এরকম টি-২০ হলে আমি বলতাম না কিন্তু এটা ওয়ানডে খেলা এখানে বিপক্ষে বড় দল থাকবে। কোন কারণে যদি চার উইকেট পড়ে যায় তখন অভিজ্ঞতাটা খুব দরকার।' 

পাইলট মুশফিকে উদাহরণ দিয়ে বলেন 'আমরা সবাই জানি মাহমুদউল্লাহ অভিজ্ঞতার দিকে….দেখুন কয়েকদিন আগেও মুশফিককে বাদ দেয়ার কথা উঠেছিল কিন্তু সে কোন মানের ক্রিকেটার তা সে প্রমাণ করে দেখিয়েছে।'