আন্তর্জাতিক বাজারে আরও কমলো সয়াবিনের দাম

আন্তর্জাতিক বাজারে আরও কমলো সয়াবিনের দাম

সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমেছে। শুক্রবার শিকাগো বোর্ড ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরেক দফা হ্রাস পেয়েছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এদিন সিবিওটিতে সয়াবিনের সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে। এতে সবচেয়ে সক্রিয় তেলবীজটির দরপতন হয়েছে হাফ সেন্ট। প্রতি বুশেলের দর নেমে গেছে ১৪ ডলারের নিচে। গত ১ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

বিশ্বের শীর্ষ দুই উৎপাদক যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনায় অনুকূল আবহাওয়ায় সয়াবিনের উৎপাদন বাড়তে পারে। ফলে তেলবীজটির মূল্য হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার বুয়েনস আইরেস এক্সচেঞ্জ জানিয়েছে, সম্প্রতি আর্জেন্টিনার কৃষি অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। এতে মাটির আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে সয়াবিন উৎপাদন বাড়তে পারে।

গত সপ্তাহে কৃষ্ণসাগর বন্দর দিয়ে ইউক্রেনের খাদ্যসস্য রপ্তানি থেকে সরে গেছে রাশিয়া। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও আফ্রিকার অনেক দেশে খাদ্যপণ্য সরবরাহ করবে দেশটি। এতে জোগান বাড়বে।

যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনের মধ্যে সয়াবিন উৎপাদন অঞ্চলে প্রয়োজনীয় বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। গত কিছুদিন ধরে সেখানে তীব্র তাপমাত্রা বিরাজ করছিল। ফলে শুষ্ক আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে নতুন আভাসে সেই দুর্ভাবনা কমে গেছে।

আন্তর্জাতিক বাণিজ্য কোম্পানির সিঙ্গাপুরভিত্তিক এক শস্য ব্যবসায়ী বলেন, বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। তবে কৃষ্ণসাগর বন্দর দিয়ে তেলবীজটির চালান কমে যাওয়া মূল ফ্যাক্টর। যে কারণে পণ্যটির দাম এখনও বাড়তি রয়েছে।