ডিএনসিসির মশা নিধন অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত

ডিএনসিসির মশা নিধন অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত

ডিএনসিসির মশা নিধন অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত

মশাবাহিত রোগের বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান মাসব্যাপী মশক নিধন অভিযানের মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৩১ জুলাই) ঢাকার দক্ষিণখান এলাকার মোল্লারটেক উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ ঘোষণা দেন।আতিকুল বলেন,  ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি তিনটি ধাপে কর্মসূচি শুরু করেছে এবং প্রতি সপ্তাহে কাউন্সিলর, মসজিদের ইমাম, স্কুল শিক্ষক এবং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ডেঙ্গু সচেতনতামূলক সভা করতে বলেছে।

এছাড়া মশা নিধন অভিযান জোরদার করতে ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি।এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, আমরা শিগগিরই এডিস লার্ভা ধ্বংস করতে জৈবিক কীটনাশক প্রয়োগ করব এবং সবার সম্পৃক্ততায় সামাজিক আন্দোলন শুরু করতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

সূত্র : ইউএনবি