চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮৪ মিলিমিটার বৃষ্টি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮৪ মিলিমিটার বৃষ্টি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ৮৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। এমন বৃষ্টি আগামী দুয়েকদিন স্থায়ী হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে এসব তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা।

তিনি জানান, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষাকাল এবং মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। নদী ও সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই। কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ভারী বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল এবং নিচু সড়কগুলোতে সৃষ্টি হয়েছে জলজট