খুলনায় হাসপাতালে ৯১ ডেঙ্গু রোগী

খুলনায় হাসপাতালে ৯১ ডেঙ্গু রোগী

প্রতীকী ছবি

খুলনায় হাসপাতালে ৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭৫ জন ও খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

শনিবার (৫ আগস্ট) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৪২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। বর্তমানে হাসপাতালে ৭৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

অপরদিকে খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন ডেঙ্গুরোগী। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। চলতি বছরে সর্বমোট ৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।